ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

আজকে যারা আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলে, ক্ষমতায় গিয়ে তারাও স্বাধীনতা বিরোধীদের এমপি-মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে

প্রকাশিত: ১৮:৩৭, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৮:৩৮, ২৮ মার্চ ২০২৫

আজকে যারা আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলে, ক্ষমতায় গিয়ে তারাও স্বাধীনতা বিরোধীদের এমপি-মন্ত্রী রাষ্ট্রপতি বানিয়েছে

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণ রাজনীতিবিদদের কাঁদা ছোড়াছুড়ি পছন্দ করে না। তিনি আরো বলেন, "আজকে যারা আওয়ামী ফ্যাসিবাদের ভাষায় কথা বলে, তাদের অনেকেই ক্ষমতায় গিয়ে স্বাধীনতা বিরোধীদের এমপি-মন্ত্রী এমনকি রাষ্ট্রপতি বানিয়েছে।" 

২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতের বিরোধিতা করার আগে, জামায়াতের অবদান স্মরণ করতে হবে।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী কখনো কাঁদা ছেড়াছুড়ির রাজনীতি করেনি এবং স্বাধীনতার ইতিহাসের কথা স্মরণ করতে দেশের জনগণের প্রতি আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, "জামায়াতে ইসলামী কখনো জাতীয় স্বার্থের বিপক্ষে কথা বলেনি।" তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান, যেখানে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশ ও জাতির স্বার্থে এক হতে হবে।

এছাড়া, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চায়, এবং গণহত্যার বিচার ও রাষ্ট্রীয় সংস্কারের পরই নির্বাচন করতে হবে।

সভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18uGLM4dXj/

মারিয়া

×