ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

মাদক ও অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স: খন্দকার আবু আশফাক

নিজস্ব সংবাদদাতা, দোহার-নবাবগঞ্জ, ঢাকা

প্রকাশিত: ১৮:৩২, ২৮ মার্চ ২০২৫

মাদক ও অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে জিরো টলারেন্স: খন্দকার আবু আশফাক

ছবি: সংগৃহীত

দোহার নবাবগঞ্জে মাদক অবৈধ বালুখেকোদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে জিরো টলারেন্স। সে যেই দলেরই হোক না কেন স্বয়ং বিএনপির হলেও তাদের বিরুদ্ধে আপনাদের লেখুনীর মাধ্যমে চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে ধরুন। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক নবাবগঞ্জের তার নিজ বাড়িতে দোহার নবাবগঞ্জের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথা বলেছেন।

আবু আশফাক সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে সাংবাদিকরাই পারে দেশের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরতে। যদি বিএনপির কেউ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও লিখুন। তাতে আমার কোন বাধা নেই। তবে অবশ্যই বস্তু নিষ্ঠু সংবাদ পরিবেশন করবেন।

সময় উপস্থিত ছিলেন, দোহার প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ তারেক রাজিব, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী সোহেল, দৈনিক জনকন্ঠের দোহার নবাবগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন খান, দৈনিক সমকালের দোহার প্রতিনিধি মাহবুুবুর রহমান টিপু, এসএ চ্যানেলে ঢাকা দক্ষিণ প্রতিনিধি কাজী জোবায়ের আহমেদ, এশিয়ান টিভির দোহার প্রতিনিধি আবু নাইম তাই মিয়া, দৈনিক প্রতিদিনের সংবাদ এর দোহার প্রতিনিধি মোঃ তানজিম ইসলাম, দৈনিক ইত্তেফাক এর নবাবগঞ্জ প্রতিনিধি শাহিনুর রহমান তুতী, দৈনিক মানব জমিনের নবাবগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন সুজনসহ আরও স্থানীয় বিভিন্ন সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

সুজন খান/মেহেদী হাসান

×