
ছবি: সংগৃহীত
গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলুর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার সাত মাস পর নড়াইল সদর আমলী আদালতে মামলা দায়ের করেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি নিজাম উদ্দিন খান নিলুর ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘ মৃদুলা ইন্টারন্যাশনালে'র নড়াইল শাখার ম্যানেজার’।
বৃহস্পতিবার (২৭ মার্চ) নড়াইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নড়াইল সদর থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলায় ১০ জনের নাম উল্লেখ করে এবং ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। আসামিরা হলেন, চন্ডিতলার রশিদের ছেলে সাহেদ খাঁ (৩০) ও রাজু খাঁ (২৮), পৌরসভার কুড়িগ্রামের ফিরোজের ছেলে শান্ত (৩০), একই এলাকার কামরুলের স্ত্রী সাধনা (৩৫), বোরাকের স্ত্রী নারগীস (৪৫), জিতেন্দ্র প্রামাণিকের ছেলে বিপ্লব নাপিত, পৌরসভার বেতবাড়ীয়ার নিমাই বিশ্বাসের ছেলে প্রদীপ বিশ্বাস (৫৪), একই এলাকার প্রদীপ বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস (২৬), সদর উপজেলার কলোড়া গ্রামের গোলাম মোল্যার ছেলে সবুর মোল্যা (৪০) এবং একই এলাকার মানিক মোল্যার ছেলে শর্ফ মোল্যা (৫০)।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বেলা ৩.৩০ মিনিটে প্রায় ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিজাম উদ্দিন খান নিলুর বাড়ীর সামনের বড় লোহার গেট ভেঙে বাড়ীর ভেতর প্রবেশ করে। এরপর তারা বাড়ী ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় আসামিরা সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের ৪টি টেলিভিশন, তিন লাখ টাকা মূল্যের ৪টি ফ্রিজ, দুইটি ওভেন, দুইটি ওয়াশিং মেশিন, ১০ টি সিলিং ফ্যান, দুইটি ল্যাপটপ, ছয়টি এসি, জিমের যন্ত্রপাতি, তিনটি খাট, দুইটি টেবিল, দুইটি ডাইনিং টেবিল, দুই লক্ষ টাকা মূল্যের তিনটি ড্রেসিং টেবিল ও ১০টি হাতঘড়ি ভেঙে ফেলে।
এরপর আসামিরা আলমারীতে রাখা নিজাম উদ্দিন খান নিলুর নামে লাইসেন্সকৃত পাঁচ লক্ষ টাকা মূল্যের একটি পিস্তল, সাড়ে চার লক্ষ টাকা মূল্যের একটি শর্টগান ও ১০ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এরপর আসামিরা বাড়ীর নীচের গ্যারেজে থাকা একটি টয়োটা প্রাডো ও মিৎসুবিসি পাজেরো গাড়ী পুড়িয়ে দেয়, যেসবের বাজারমূল্য ৮৫ লক্ষ টাকা। এসব ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সর্বমোট দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মেহেদী হাসান