
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ চীন থেকে নদী ও পানি ব্যবস্থাপনার জন্য ৫০ বছরের একটি মাস্টারপ্ল্যান চেয়েছে। ২০২৫ সালের ২৮ মার্চ বেইজিংয়ে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোইয়িংয়ের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই আবেদন করেন। এটি ছিল ইউনূসের চীন সফরের তৃতীয় দিন। ইউনূস চীনের পানিসম্পদ ব্যবস্থাপনায় সাফল্যের প্রশংসা করেন এবং চীনের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহ প্রকাশ করেন। তিনি বাংলাদেশের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন, যেমন বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের নদীগুলোর সংকট এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে পানির অভাব।
তিনি উল্লেখ করেন যে পানি জীবনের জন্য গুরুত্বপূর্ণ হলেও কখনও কখনও এটি সমস্যা সৃষ্টি করতে পারে, বিশেষত জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশগত অবনতি হওয়ার কারণে। ইউনূস বলেন, বাংলাদেশ এবং চীন উভয় দেশেই নদী তীরের জমি দখল ও পলি জমে নদীগুলোর শুকিয়ে যাওয়ার মতো একই সমস্যা রয়েছে। চীনা মন্ত্রী এই সমস্যাগুলো স্বীকার করে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রতিশ্রুতি দেন। ইউনূস তিস্তা নদী এবং ঢাকা শহরের আশেপাশের দূষিত নদীগুলোর পানি পরিস্কার করতে চীনের সাহায্য চান।
চীনা মন্ত্রী জানান যে, চীন তার পানিসম্পদ ব্যবস্থাপনার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে এবং বাংলাদেশকে একই ধরনের পরিকল্পনা তৈরিতে সহায়তা দিতে প্রস্তুত। ইউনূসের এই সফরের উদ্দেশ্য হলো দুই দেশের পারস্পরিক সহযোগিতা বাড়ানো এবং উপকারী সুযোগ খুঁজে বের করা।
মারিয়া