ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

পুকুর পাড়ে গাঁজা চাষ করছেন কৃষক শামীম

সোহাইল আহমেদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৭:৩৫, ২৮ মার্চ ২০২৫

পুকুর পাড়ে গাঁজা চাষ করছেন কৃষক শামীম

ছবিঃ সংগৃহীত

জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন কৃষক শামীম (৩২)। কিন্তু পুলিশের কাছে খবর আসে যে, তিনি গাঁজা চাষ করছেন। পুলিশ কর্মকর্তা আক্তার হোসেন জানান, সরেজমিনে গিয়ে দেখা যায় বিল্লাল মিয়ার পুকুর পাড়ে শামীম গাঁজা চাষ করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের হানিফ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে বিল্লাল মিয়ার পুকুর পাড় থেকে ২০টি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শামীম বিল্লাল মিয়ার পুকুর পাড়ে গাঁজা গাছ চাষ করছেন। এর ভিত্তিতে তার পুকুর পাড়ে অভিযান পরিচালনা করে ২০টি কাঁচা গাঁজা গাছ উদ্ধার করেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী।

 

মারিয়া

×