ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে লু হাওয়া

স্টাফ রিপোর্টার, রাজশাহী

প্রকাশিত: ১৭:৩০, ২৮ মার্চ ২০২৫

রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে লু হাওয়া

ছবি: সংগৃহীত

এবার হঠাৎ করেই লু হাওয়া বইতে শুরু করেছে রাজশাহী অঞ্চলে। শুক্রবার সকাল থেকে রাজশাহীতে লু হাওয়া আর তীব্র সূর্য দহনে তাপমাত্রার পারদও উঠেছে সবোর্চ্চ। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

এটি রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এর আগে গত শনিবার (১৫ মার্চ) বেলা তিনটার দিকে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এমন তাপমাত্রা এখন অব্যাহত থাকার পাশাপাশি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শুক্রবার। এখন যে তাপমাত্রা তা মাঝারি। ৪০ ডিগ্রি হলে তীব্র তাপমাত্রা ধরা হয়। তবে চলতি মৌসুমে লু হাওয়া শুরু হয়েছে রাজশাহী অঞ্চলে। এপ্রিলের আগেই রাজশাহীর তাপমাত্রার এমন অগ্নিমূর্তিতে নাজেহাল এখন জনজীবন। রমজানের শেষ প্রান্তে এসে এমন প্রখর তাপমাত্রায় রোজাদারদের নাভিশ্বাস উঠার উপক্রম।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আগের বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর গত শুক্রবার তা কমে দাঁড়ায় ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। এরপর এক সপ্তাহ পরে আবার তাপমাত্রার পারদ উঠে গেলে প্রায় চল্লিশের কাছাকাছি। সংশ্লিষ্টরা বলছেন এখন মাঝারি তাপপ্রবাহের সঙ্গে শুরু হয়েছে লু হাওয়া।

এদিকে মাঝারি তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। রাস্তাঘাটে মানুষজনের আনাগোনা কমেছে। রোজা থাকা মানুষের হাঁসফাঁস বেড়েছে। রোজার শুরুর পর থেকে শীতল আবাহওয়া বিরাজ করলেও শুক্রবার থেকে তেঁতে উঠেছে প্রকৃতি। নগরের লক্ষীপুর এলাকার রিকশা চালক সোলাইমান মিয়া জানান, "আজ বুঝা গেলো গরম আর তাপ কাকে বলে। এতদিন রোজা রেখে গলা শুকায়নি তবে আজ রিকশা টানা যাচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।"

এদিকে চলমান আবহাওয়ায় রাজশাহীর কৃষিতে বিশেষ করে আম ও লিচুর গুটিকালে ক্ষতির মুখে পড়তে পারে। এমন মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকলে গাছে গাছে বোটা শুকিয়ে আম ও লিচুর গুটি ঝরে যেতে পারে।

আবীর

×