ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ঈদ কেনাকাটায় তরুণী

‘আমার বয়ফ্রেন্ডও দেয়, আবার বাবার টাকায়ও কিনি’

প্রকাশিত: ১৬:৩৭, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৬:৩৯, ২৮ মার্চ ২০২৫

‘আমার বয়ফ্রেন্ডও দেয়, আবার বাবার টাকায়ও কিনি’

ছবি: সংগৃহীত

ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসা এক তরুণী একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তার ঈদ বাজেট, পণ্যের দাম এবং কেনাকাটার বিভিন্ন তথ্য জানিয়েছেন।

গত বছরের তুলনায় এবার ব্র্যান্ডের পোশাকের দাম বেশি এবং সবসময় ব্র্যান্ডের পোশাক পরেই অভ্যস্ত জানিয়ে তিনি বলেন, 'ছোটোবেলা থেকে ব্র্যান্ড পরি- আড়ং, সেইলর, ইয়েলো এগুলোই সবসময় পরি। আর গত ঈদের তুলনায় এবার এগুলোর প্রতিটি ড্রেসের দামই খুব বেশি।'

তার বাবা এবং বয়ফ্রেন্ড দুজনেই তাকে কেনাকাটার খরচ দেয় জানিয়ে তিনি আরও বলেন, 'বয়ফ্রেন্ড ড্রেস গিফট করলো, বাবাও ড্রেস কিনে দিলো, জুতা কিনে দিলো।'

সবসময় পরিবারের সাথেই তিনি কেনাকাটায় বের হন বলে জানান। পরের বছর আরো বড় পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, 'সামনের ঈদে ডাবল ডাবল নিবো সবকিছু।'

পরিবারের সবার কেনাকাটা শেষ উল্লেখ করে তিনি বলেন, 'আম্মুকে ড্রেস গিফট করেছি, আব্বুকে পাঞ্জাবি কিনে দিয়েছি। আর চাঁদরাতের জন্য আমার নিজের কিছু কেনাকাটা বাকি রেখেছি।'

 

সূত্র: https://www.youtube.com/watch?v=3peqwKFx66U

রাকিব

×