ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আহসান হাবীব

১০০ কোটি টাকা ফান্ড প্রায় শেষ, এখনো ৬০ শতাংশ শহীদ পরিবারের জন্য ফান্ড প্রয়োজন

প্রকাশিত: ১৬:২৯, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৩০, ২৮ মার্চ ২০২৫

১০০ কোটি টাকা ফান্ড প্রায় শেষ, এখনো ৬০ শতাংশ শহীদ পরিবারের জন্য ফান্ড প্রয়োজন

ছবিঃ সংগৃহীত

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য আহসান হাবীব জানিয়েছেন, ফাউন্ডেশন শহীদ এবং আহত পরিবারের সাহায্য করতে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে। তিনি জানান, “আমরা সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকার একটি ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে প্রায় ১০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছি। এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি পরিবারকে সহায়তা করা হয়েছে, যার মাধ্যমে আমরা প্রায় ৯৬ কোটি টাকা খরচ করেছি। তবে বর্তমানে আমাদের ফান্ড শেষের দিকে।"

তিনি আরও বলেন, এপ্রিল মাস থেকে শহীদ এবং আহত পরিবারের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ শুরু হবে। “আমরা সরকারের কাছ থেকে ১০০ কোটি টাকার একটি ফান্ড পেয়েছিলাম এবং প্রাইভেট সেক্টর থেকে প্রায় ১০ কোটি টাকার ফান্ড সংগ্রহ করেছি। এ পর্যন্ত ৬ হাজারেরও বেশি পরিবারকে সহায়তা করা হয়েছে, যার মাধ্যমে আমরা প্রায় ৯৬ কোটি টাকা খরচ করেছি। তবে বর্তমানে আমাদের ফান্ড শেষের দিকে।"

তিনি উল্লেখ করেন, “ঈদের পর আমরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক এবং কোম্পানির কাছে ফান্ড সংগ্রহের জন্য আবেদন করবো। এখনো প্রায় ৬০ শতাংশ আহত পরিবারকে সহায়তা দেয়া বাকি, এবং শহীদ পরিবারকে প্রায় ৮০ শতাংশ সহায়তা দেওয়া হয়েছে। এর জন্য আমাদের অতিরিক্ত ফান্ড প্রয়োজন, যাতে আমরা প্রতিটি পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে পারি।”

অতিরিক্ত ফান্ড সংগ্রহের জন্য, ১ লাখ থেকে ৪ লাখ টাকার সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন তিনি। ফাউন্ডেশনটি এপ্রিল মাস থেকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ফান্ড রেইজিংয়ের জন্য আবেদন করবে, যা শহীদ এবং আহত পরিবারের পুনর্বাসন ও কল্যাণ কার্যক্রমে ব্যবহার করা হবে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16Um5S3KAM/

মারিয়া

×