
ছবি: সংগৃহীত
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) একজন কর্মকর্তা জানিয়েছেন, তাদের কাছে এখন পর্যন্ত কোনো যাত্রী অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে অভিযোগ করেননি। তিনি বলেন, “আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, এসি এবং নন-এসি গাড়ির যাত্রীদের সাথেও আলাপ করেছি। তারা নির্ধারিত হারেই ভাড়া নিয়েছে এবং আমাদের কাছে কোনো অতিরিক্ত ভাড়ার খবর আসেনি।”
তিনি আরও জানান, বিআরটিএ কর্তৃপক্ষ এই বছর যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। "আমরা চেষ্টা করছি যে, অন্যান্য বছরের তুলনায় এবছর যাত্রীদের যাত্রা যেন কোনো ধরনের সমস্যা ছাড়া হয়। অতিরিক্ত ভাড়া, অজ্ঞান পার্টি বা মলম পার্টির মতো কোনো সমস্যার সম্মুখীন যেন তারা না হন, এজন্য আমরা মনিটরিং করছি," বলেন তিনি।
অফিসার আরও বলেন, "আজ সকালে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, বিকেলেও গাবতলীতে যাব। আমাদের ম্যাজিস্ট্রি সাহেব এখানে কাজ করছেন এবং মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা নিয়মিত মনিটরিং করছে।"
এছাড়া, মোবাইল কোর্টের মাধ্যমে কিছু জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া নিলেও জরিমানা করা হবে বলে তিনি নিশ্চিত করেন। "যদি কোনো অভিযোগ আসে, আমরা দ্রুত ব্যবস্থা নেব।"
তিনি জানান, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ, এবং সেনাবাহিনী একসাথে এই ধরনের ঘটনা প্রতিরোধে কাজ করছে এবং সবাই মিলে একটি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে, অতিরিক্ত ভাড়া বা অন্য কোনো ধরনের সমস্যা আর সহ্য করা হবে না।
সূত্র: https://www.youtube.com/watch?v=lkqaI2v2A-I
আবীর