ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

জুলাই স্মৃতি ফাউন্ডেশন

এখন পর্যন্ত ৬৩৪১ জন ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন : মীর স্নিগ্ধ

প্রকাশিত: ১৫:৪৫, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৪৬, ২৮ মার্চ ২০২৫

এখন পর্যন্ত ৬৩৪১ জন ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা পেয়েছেন : মীর স্নিগ্ধ

ছবিঃ সংগৃহীত

জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, তাদের ফাউন্ডেশনের কার্যক্রমের এখন পর্যন্ত আপডেট। তিনি জানান, ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় ১০ সেপ্টেম্বর ২০২৪ থেকে। সেই সময় থেকে এখন পর্যন্ত, ফাউন্ডেশন শহীদ পরিবারের মধ্যে ৩৭.২৫ কোটি টাকা বিতরণ করেছে। এই অর্থ ৭৪৫টি শহীদ পরিবারকে দেওয়া হয়েছে, যা এখন পর্যন্ত গেজেটে প্রকাশিত শহীদ পরিবারের ৮৭.১৩% পরিবারের কাছে পৌঁছেছে।

এছাড়া, আহতদের জন্যও ফাউন্ডেশন থেকে বড় ধরনের সহায়তা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৫৫৯৬ জন আহত ব্যক্তিকে মোট ৫৯.৪১ কোটি টাকা প্রদান করা হয়েছে, যা তালিকাভুক্ত আহতদের ৩৮.৩৯% শতাংশের সমান।

মোট ৬৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, ফাউন্ডেশন অন্যান্য নানান কার্যক্রমও গ্রহণ করেছে।

ফাউন্ডেশনের এই মানবিক সহায়তা ও কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা শহীদ ও আহতদের পরিবারগুলোর জীবনে কিছুটা হলেও সান্ত্বনা ও সহায়তা পৌঁছাতে সক্ষম হয়েছে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/16Um5S3KAM/

মারিয়া

×