
ছবি: সংগৃহীত
রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় শহীদ সৈয়দ নজরুল সরণী থেকে বরিশালগামী 'তাজ আনন্দ' পরিবহনের একটি বাসকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার (২৮ মার্চ) সকালে পদ্মাসেতু ও ফরিদপুরের ভাঙ্গা হয়ে ঢাকা-বরিশাল ৩৫ নং রুটের এই পরিবহনটিকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হয়।
এই রুটে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত নির্ধারিত ভাড়া ৫৩৮ টাকা। তবে বাস কন্ডাক্টর নির্ধারিত ভাড়া না নিয়ে ভাড়া হিসেবে ৮০০ নিচ্ছেন বলে দাবি করলেও যাত্রীরা জানান, তাদের থেকে ৯০০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। আর বাসের টিকিটেও ভাড়ার পরিমাণ উল্লেখ করা হয়নি।
ভোক্তা অধিকারের কর্মকর্তা টিকিটে বাস ভাড়ার পরিমাণ না লেখার কারণ জিজ্ঞেস করলে বাস কন্ডাক্টর নিজের ভুল স্বীকার করে ক্ষমা চান।
রমজানের আগে ৫০০ টাকা ভাড়ায় বরিশাল যেতে পারলেও ঈদ উপলক্ষে বাস কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া নিচ্ছে বলে অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী।
অনিয়মের অভিযোগে তাজ আনন্দ পরিবহনের এই বাসটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বাস কন্ডাক্টর বারবার ক্ষমা চেয়ে জরিমানা মওকুফ করতে বলেন। এতে ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ মওকুফের সুযোগ নেই উল্লেখ করে, জরিমানা পরিশোধ না করলে হাজতে যেতে হবে বলে জানান।
সূত্র: https://www.youtube.com/watch?v=wnyu-dUYGLY
রাকিব