ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ড. কনক সরওয়ার

ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ, বিএনপির তরুণ নেতৃত্বের সক্ষমতা যাচাইয়ের এক অনবদ্য সুযোগ

প্রকাশিত: ১৪:৫৬, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৪:৫৭, ২৮ মার্চ ২০২৫

ইশরাক হোসেনের মেয়র পদে দায়িত্ব গ্রহণ, বিএনপির তরুণ নেতৃত্বের সক্ষমতা যাচাইয়ের এক অনবদ্য সুযোগ

ছবিঃ সংগৃহীত

প্রবাসী ও অনলাইন অ্যাকটিভিস্ট ড. কনক সরওয়ার মন্তব্য করেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিএনপির তরুণ নেতৃত্বের সক্ষমতা যাচাইয়ের অনবদ্য সুযোগ তৈরি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে বিএনপির তরুণ নেতা ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণের বিষয়টি এখন আলোচনায়। ইশরাক হোসেন, যিনি বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বড় ছেলে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলেও আদালতের রায়ে তাকে মেয়র ঘোষণা করা হয়। আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে, আওয়ামী লীগ মনোনীত ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মেয়র পদেও গেজেট বাতিল করা হয়েছে।

ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন ফল বাতিল করার জন্য মামলা করেন, যেখানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি ফল বাতিলের দাবি জানিয়ে ছিলেন। তবে, ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন কিনা তা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তের উপর নির্ভর করছে।

এছাড়া, বিএনপি নেতা ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০২৩ সালের ৩ নভেম্বর আদালতের রায়ে মেয়র পদে দায়িত্ব গ্রহণ করেছেন।

তিনি মনে করছেন, বর্তমান জটিল রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ক্ষতির পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেন মেয়রের দায়িত্ব পালন করে দলের তরুণ নেতৃত্বের সততা ও দক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। এর মাধ্যমে দলটি রাজনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1F8btWA91B/

মারিয়া

×