ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

ফ্যাক্ট চেক

সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার ভাইরাল ছবিগুলো ২০২৩ সালের

প্রকাশিত: ১৪:১০, ২৮ মার্চ ২০২৫

সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার ভাইরাল ছবিগুলো ২০২৩ সালের

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবির মাধ্যমে দাবি করা হচ্ছে, বৃহস্পতিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ধরনের ক্যাপশনসহ এসব ছবি পোস্ট করা হয়েছে।

‘BCS Question Bank’ নামের একটি ফেসবুক গ্রুপে Muntasir Billah Chowdhury নামে এক ব্যক্তি আজ শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে ছবিগুলো পোস্ট করেন। ক্যাপশনে লেখা ছিল, ‘সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে।’ (বানান অপরিবর্তিত)

পোস্টটি দ্রুত ভাইরাল হয়। আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত এতে ২,৪০০টি রিঅ্যাকশন, ১২৯টি কমেন্ট এবং ২৩টি শেয়ার হয়।

এরপর ‘জয় বাংলা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেও আজ শুক্রবার সকাল ৯টা ৩৮ মিনিটে একই ছবি পোস্ট করা হয়। এতে ক্যাপশনে লেখা ছিল, ‘আজকের ঘটনা! সোনার বাংলা Express কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশন এ ভয়াবহ ভাবে এক্সিডেন্ট করেছে! আপনাদের কারো আত্মীয় স্বজন এই ট্রেন এ থাকলে দ্রুত যোগাযোগ করুন সেখানে।’

সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ একে পুরোনো ঘটনা উল্লেখ করে মন্তব্য করেছেন। তবে অনেকে গুজবকে সত্য ধরে নিয়ে ‘আল্লাহ সবাইকে হেফাজত করো’ বা ‘ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন’ লিখে মন্তব্য করেছেন।

Md Johirul Islam ও Imam Hossain Gazi নামের দুটি অ্যাকাউন্ট থেকে এমন মন্তব্য দেখা গেছে।

রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায়, ছবিগুলো ‘Learn with Imran’ নামের একটি ফেসবুক পেজে ২০২৩ সালের ১৬ এপ্রিল পোস্ট করা হয়েছিল। ক্যাপশন অনুযায়ী, সোনার বাংলা এক্সপ্রেস ২০২৩ সালের ১৬ এপ্রিল কুমিল্লার হাসানপুর রেলওয়ে স্টেশনে দুর্ঘটনার শিকার হয়েছিল।

অর্থাৎ, নতুন কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি। সোশ্যাল মিডিয়ায় পুরোনো ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে।

সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং আতঙ্ক ছড়ানোর জন্য ভুয়া তথ্য ও পুরোনো ছবি ব্যবহার করে নতুন করে গুজব ছড়ানো হচ্ছে। তাই তথ্য যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় এমন বিভ্রান্তিকর পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

সায়মা ইসলাম

×