ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

৭১ আর ২৪ দুটো বাংলাদেশের হৃৎপিন্ড আর ফুসফুস, কাকে আপনি বড় বলবেন? : আসিফ সৈকত

প্রকাশিত: ১৩:২৯, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ১৩:২৯, ২৮ মার্চ ২০২৫

৭১ আর ২৪ দুটো বাংলাদেশের হৃৎপিন্ড আর ফুসফুস, কাকে আপনি বড় বলবেন? : আসিফ সৈকত

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন আসিফ সৈকত। এই পোস্টে তিনি ৭১ ও ২৪ কে বাংলাদেশের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হিসেবে তুলে ধরেছেন।

তিনি লিখেছেন, "৭১ আর ২৪ দুটোই বাংলাদেশের অস্তিত্ব। মানবদেহের হৃৎপিন্ড আর ফুসফুসের মতো, একজন বিশুদ্ধ রক্ত দেয় পুরো শরীরে আর একজন দেয় বিশুদ্ধ বাতাসের নিশ্চয়তা।"

পোস্টে তিনি আরো বলেন, "তাহলে, কাকে আপনি বড় বলবেন? হৃৎপিন্ডকে না ফুসফুসকে?" তিনি ৭১ ও ২৪-এর মধ্যে কোনো পার্থক্য না করে, উভয়কে দেশের জন্য অপরিহার্য বলে উল্লেখ করেন।

আসিফ সৈকত আরও বলেন, "৭১ আর ২৪ কে নি:শর্ত স্বীকার করে নেয়াই প্রকৃত দেশপ্রেম। এদের মধ্যে কোনো 'লাইন অফ ডিমার্কেশন' টানা মানেই নিজের মনের ভেতর শতানী ধারণ করা।"

শেষে তিনি লেখেন, "আলাপ শেষ।"

তথ্যসূত্রঃ https://youtu.be/XoLJ9fMyesI?si=zuwXl0jOewUnX-ul

মারিয়া

আরো পড়ুন  

×