
ছবি: জনকণ্ঠ
পবিত্র ঈদ উপলক্ষে নাড়ির টানে মানুষ ঘরে ফিরছেন। এবারের ঈদে উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। যানবাহনের চাপ অনেক বেশি থাকলেও কোথাও যানজটের সৃষ্টি হয়নি।
যানবাহনের বাড়তি চাপ পড়েছে যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় যমুনা সড়ক সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এতে সিরাজগঞ্জ ও ভূঞাপুর প্রান্তে টোল আদায় হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সেতু দিয়ে মোট ৩৫ হাজার ২২৭টি গাড়ি চলাচল করেছে। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ২৪১টি এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী লেনে ১৪ হাজার ৯৮৬টি যানবাহন পার হয়েছে।
তিনি আরও বলেন, "গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ গাড়ি পারাপার হয়েছে। তবে প্রতিদিনই যানবাহনের সংখ্যা বাড়ছে।"
সায়মা ইসলাম