
ছবি : সংগৃহীত
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে। গত ২১ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১,৬৬১টি অভিযান পরিচালনা করে ৩,২৫০টি প্রতিষ্ঠান কে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। তিনি বলেন, "সরকারের গৃহীত নানামুখী উদ্যোগ ও আমাদের কঠোর তদারকির ফলে এবার সাধারণ মানুষ স্বস্তির সঙ্গে রমজান পালন করতে পেরেছেন।"
রমজানের আগেই সরকার আগাম আমদানি পরিকল্পনা,শুল্ক, ট্যারিফ ও এলসি মার্জিন সহজীকরণ ,বন্দর ও পরিবহন ব্যবস্থাপনাকরে পণ্যের সরবরাহ উন্নত করা মূল্য নিয়ন্ত্রণে রব্যবস্থা নেয়
এছাড়াও, রমজান শুরুর ১০ দিন আগে থেকেই অধিদফতর জেলা প্রশাসন ও অন্যান্য সংস্থার সমন্বয়ে দ্বিগুণ তদারকি বাড়ায়। এর ফলে বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল ছিল এবং অসাধু ব্যবসায়ীদের কার্যকলাপ কমেছে।
মহাপরিচালক জানান, রাজধানীসহ সারাদেশে খুচরা-পাইকারি দোকান, শপিং মল, বাস স্টেশন ও টিকিট কাউন্টারে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ঈদের সময় যাত্রীদের বাড়ি ফেরার আগ পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে।
তিনি আরও উল্লেখ করেন, "ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যারা অসাধু উপায়ে মুনাফা লুটতে চায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
এই উদ্যোগের ফলে সাধারণ ভোক্তারা এবারের রমজানে তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরেছেন বলে অধিদফতর দাবি করেছে।
আঁখি