ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ড. ইউনুসের নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন মালয়েশিয়ার

প্রকাশিত: ০৭:১৮, ২৮ মার্চ ২০২৫; আপডেট: ০৭:২৩, ২৮ মার্চ ২০২৫

ড. ইউনুসের নেতৃত্বের প্রতি জোরালো সমর্থন মালয়েশিয়ার

ছবি : সংগৃহীত

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের জনগণ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রতি বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন। একটি আনুষ্ঠানিক চিঠিতে তিনি বাংলাদেশের অগ্রগতি ও ড. ইউনুসের নেতৃত্বের প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।  

 

 

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম তার বার্তায় উল্লেখ করেন, "স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে।" তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নে ড. ইউনুসের ভূমিকার বিশেষ প্রশংসা করেন। এছাড়াও, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের "চিত্ত যেথা ভয়শূন্য" কবিতার লাইন উদ্ধৃত করে তিনি বাংলাদেশের জনগণের সাহস ও সংকল্পকে শ্রদ্ধা জানান।  

 

 

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আশা প্রকাশ করেন এবং উভয় দেশের যৌথ সমৃদ্ধির পথে অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য শুভকামনা জানান। বিশ্লেষকরা মনে করছেন, মালয়েশিয়ার এই সমর্থন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক ও সংস্কার প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখবে।

আঁখি

×