
ছবি: সংগৃহীত
সরকারি কর্মকর্তা কর্মচারীরা ৯ দিনের ছুটিতে গেলেও অর্থনৈতিক স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানান আসন্ন ঈদ উপলক্ষে নিরাপত্তার বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ঘন্টাই তৎপর থাকবে আইন শৃঙ্খলা বাহিনী।
নির্বাহী আদেশে এবারের ঈদে ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়। দীর্ঘ এই ছুটিতে সরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার প্রায় দেড় কোটি মানুষ রাজধানী ছাড়বেন। স্বাভাবিক কারণেই ফাঁকা হয়ে পড়বে রাজধানী ঢাকা।
বৃহস্পতিবার শেষ কর্মদিবসে সচিবালয় ছিল অনেকটাই ফাঁকা। অনেকে ২৭ তারিখ ছুটি নিয়ে মোট ১১ দিনের ছুটিতে গেছেন গ্রামের বাড়িতে। ঈদের আগে শেষ কর্মদিবসে যারা সচিবালয়ে আসেন তারা আগেভাগেই ত্যাগ করেন কর্মস্থল।
শেষ কর্মদিবসে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের সভা করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের এই লম্বা ছুটিতে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। তিনি আরো বলেন, উপদেষ্টা পরিষদের সবাই আমরা ঢাকায় থাকব। কেউ ঢাকার বাইরে গেলে তাদের সাথে অনলাইনে যোগাযোগ রাখা হবে।
স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি জানান, ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চিন্তার কোনো কারণ নেই। দেশজুড়ে থাকবে কঠোর নিরাপত্তা। তিনি বলেন, রাজধানী থেকে যে বিপুল সংখ্যক মানুষ বাড়িতে যাবেন তাদের যাত্রা নিরাপদ করার জন্য বাস মালিক ও অন্যান্যদের সহায়তা নিয়ে ব্যবস্থা করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
মায়মুনা