
সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। ছবিঃ সংগৃহীত
সম্প্রতি একাত্তরের মুক্তিযুদ্ধের সাথে চব্বিশের গণঅভ্যুত্থানের তুলনা নিয়ে যে তর্ক বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে নিজস্ব মতামত দিয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তিনি বলেছেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ দেখেনি তাদের এ তুলনায় যাওয়াই উচিৎ না।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত টক-শোতে এসব কথা বলেন তিনি।
এমে এ আজিজ বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানে হিসেব মতে মোট দেড় হাজার ছাত্রজনতা মারা গেছে। এদিকে একাত্তরের মুক্তিযুদ্ধে শুধুমাত্র আমার গ্রামেই এক গ্রাম ঘেরাও করে পাকিস্তানি আর্মি ৮৫০ লোক মেরে ফেলেছে। কত মানুষ বীরাঙ্গণা হয়েছে। ত্রিশ লক্ষ মানুষ মারা গেছে। এসব তো তারা দেখেনি৷ আমি বলবো তুলনা করলে এটা বাঘ আর মশা। যদি তুলনা করতেই হয়, তাহলে আমাদের মৃত্যুর পরে যেন করে।’’
যারা মুক্তিযুদ্ধ দেখেছে তারাও কেউ কেউ তুলনায় সামিল হচ্ছে, মুক্তিযুদ্ধকে বিকৃতভাবে উপস্থাপন করছে, এর কারণ কি হতে পারে জানতে চাইলে আজিজ বলেন, ‘আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষকে দুইটি ভাগে বিভক্ত করা হয়েছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে যে শক্তি, ধরেন জামায়াত থেকে শুরু করি, তারা কিন্তু কখনো মুক্তিযুদ্ধ থেকে অনুপ্রাণিত হয়নি। শিবির তাদের সংকলনে লিখেছে, ‘মুক্তিযুদ্ধে যে মুসলমানরা অংশগ্রহণ করেছে, বা সমর্থন করেছে, তারা ভুল করেছে। আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। অর্থাৎ এখন যারা এই জামায়াতের চেতনায় উদ্বুদ্ধ তারা কেউ মুক্তিযুদ্ধকে লালন করে না।’
মুমু