
ছবিঃ সংগৃহীত
‘স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন’, এই বিখ্যাত উক্তিটিরই দৃষ্টান্ত পাওয়া গেল সম্প্রতি রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বক্তব্যে৷
গত বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রদান করা এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রাষ্ট্রদূত মুশফিক বলেন, ‘একাত্তরে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিশ্বভ্রহ্মান্ডে বাংলাদেশ নামের একটি ভূখন্ড আবির্ভূত হয়৷ এবং ওই ভূখন্ডটি কেবলই একটি ভূখন্ড হিসেবেই রয়ে গিয়েছে দীর্ঘ ৫৪ বছর ধরে। বাংলাদেশের স্বাধীনতা যখন অর্জিত হয়, স্বাধীনতা অর্জনে যখন আবাল-বৃদ্ধ বণিতা ঝাঁপিয়ে পরে, তখন তাদের উদ্দেশ্য ছিলো একটি মানবিক, সাম্য এবং মর্যাদাপূর্ণ রাষ্ট্র গড়ে তোলা৷’
তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনের পরপরই আমরা দেখলাম আমাদের নিজ দেশের, নিজের ভাষাভাষি মানুষ, যিনি নিজেকে স্বাধীনতার রূপকার হিসেবে দাবি জানান, তার হাতেই বাংলাদেশের মানুষের সকল অধিকার দুমড়ে মুচড়ে একাকার হলো। বাংলাদেশের স্বাধীনতার স্বাদ সেখানেই শেষ হয়ে গেল।’
মুমু