ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত কখন?

প্রকাশিত: ০১:০৯, ২৮ মার্চ ২০২৫

জাতীয় ঈদগাহে প্রধান ঈদের জামাত কখন?

ছবি সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে, যদি আবহাওয়া প্রতিকূল থাকে, তাহলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

যদি ঈদের দিন আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়, তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন ঢাকার বিভাগীয় কমিশনার, আর সদস্য হিসেবে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, এসএসএফ, ডিএমপি কমিশনার, আবহাওয়া অধিদপ্তর, স্পারসো ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এই কমিটি প্রয়োজন অনুযায়ী ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের ব্যবস্থা নেবে।

জাতীয় ঈদগাহ ছাড়াও বরাবরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ অথবা ১ এপ্রিল বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

আশিক

×