
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধের বিচার একটি জটিল ও কঠিন কাজ, তবে তিনি এই দায়িত্বকে দায়িত্ববোধ ও কমিটমেন্টের অংশ হিসেবে দেখেন এবং উপভোগ করেন।
সম্প্রতি দৈনিক জনকণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ঝুঁকি পেশার ক্ষেত্রে থাকতেই পারে। আমরা যেটা করছি, সেটা একটা আইনি পেশা। যখন ডিফেন্সে কাজ করেছি, তখন মনে হয়েছে সেই ক্লায়েন্টদের প্রতি আমার ন্যায়বিচার করা উচিত। তবে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করা রাষ্ট্রের কাজ, এটি একটি বড় কাজ।"
তাজুল ইসলাম আরও বলেন, "বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার অত্যন্ত কঠিন কাজ। এ ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন মানুষের সংখ্যা খুবই কম। রাষ্ট্র যখন আমাকে এই দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানায়, তখন আমি সেটা গ্রহণ করি। আমি মনে করি, দেশ ও জাতির প্রতি এটা আমার কমিটমেন্ট।"
তিনি বলেন, "এই দায়িত্ব পালনে যদি কোনো ঝুঁকি আসে, তাহলে আমি তা মোকাবিলা করব। কারণ আমি আমার পেশার প্রতি, আইনের প্রতি এবং বিবেকের প্রতি সৎ আছি।"
তাজুল ইসলাম তার সাক্ষাৎকারে আরও বলেন, মানবতাবিরোধী অপরাধ মামলার বিচার প্রক্রিয়া, র্যাব-পুলিশের ভূমিকা, আন্তর্জাতিক সহযোগিতা, ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা করেন।
আসিফ