ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ইদ থেকে ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি

প্রকাশিত: ২৩:২৮, ২৭ মার্চ ২০২৫

ইদ থেকে ঈদ বানানে ফিরছে বাংলা একাডেমি

পুনরায় ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ (২৭ মার্চ) এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, "বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি। ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।"

কয়েক বছর আগে বাংলা একাডেমি ‘ঈদ’ শব্দকে ‘ইদ’ বানানে লেখার প্রস্তাব করে, যা নিয়ে প্রতি ঈদেই আলোচনা-সমালোচনা হত। তবে এবার বাংলা একাডেমি ঈদের শুভেচ্ছা জানাতে 'ঈদ মোবারক' লেখা একটি কার্ড প্রকাশ করেছে, যা আজ (২৭ মার্চ) একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে।

এই পদক্ষেপে বাংলা ভাষার ঐতিহ্য এবং শুদ্ধতার প্রতি এক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেয়া হয়েছে, যা ভাষাপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।

আফরোজা

আরো পড়ুন  

×