ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ক্রেতা ঠকানোয় সবাইকে হার মানালো ইলিয়ন, অভিযানে পর্দা ফাঁস

প্রকাশিত: ১৯:২০, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ১৯:২৫, ২৭ মার্চ ২০২৫

ক্রেতা ঠকানোয় সবাইকে হার মানালো ইলিয়ন, অভিযানে পর্দা ফাঁস

ছবি: সংগৃহীত

এবার রাজধানীর পরিচিত পাঞ্জাবির ব্র্যান্ড ইলিয়নের শপে অভিযান চালালো ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানে ধরা পড়লো ইলিয়নের বিশাল জালিয়াতির খবর।

অভিযানকালে একটি পাঞ্জাবির গায়ে প্রাইস ট্যাগ দুইটি দেখা যায়। ভিতরের ট্যাগে ভ্যাটসহ মূল্য ৬৯৫০ টাকা দেওয়া। এটার উপরে আরেকটা ট্যাগ লাগানো। দোকানের কর্মীর ভাষ্যমতে উপরেরটায় আরো ১০% ভ্যাট যোগ করে লাগানো হয়েছে। সেই হিসেবে প্রাইস আসে অতিরিক্ত ৬৯৫ টাকা এবং নতুন মূল্য ৭৬৪৫ টাকা।

অর্থাৎ আগেও ভোক্তাদের ভ্যাট দিতে হতো, তার সাথে অতিরিক্ত ১০% ভ্যাটও কোন কারণ ছাড়াই দিতে হচ্ছে।

এরকম জালিয়াতি আরও বেশ কয়েকটি পাঞ্জাবিতে দেখা যায়। ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় দোকানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

সূত্র: https://www.youtube.com/watch?v=9h5c19-3cbM

আবীর

×