
ছবি: সংগৃহীত
জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন বলেছেন, "বাংলাদেশে এখন এমন একজন নেতা আছেন, যাকে বিশ্বব্যাপী সম্মান করা হয়। দেশ অনেক এগিয়েছে, তবে রাজনৈতিক ও গণতান্ত্রিক দিক থেকে আরও উন্নতি করা যেত।" তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বান কি মুন স্মরণ করেন, যখন তিনি নয়াদিল্লিতে নিযুক্ত তরুণ কূটনীতিক ছিলেন, তখন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলেন। বলেন,"বাংলাদেশের সঙ্গে কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরের জন্য আমার কলম ব্যবহার করা হয়েছিল।"
বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (BFA) সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।
বাংলাদেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, "আমরা নতুন করে শুরু করতে চাই। আমাদের এখন আপনার সমর্থন ও পরামর্শের প্রয়োজন। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ।"
অধ্যাপক ইউনূস বলেন, "একসময় কোরিয়া ও বাংলাদেশ একই পর্যায়ে ছিল, কিন্তু কোরিয়া অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের জনগণ অসাধারণ, তবে রাজনৈতিক নেতৃত্ব আমাদের পিছিয়ে দিয়েছে।"
ফারুক