ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনানে অতি পরিচিত মুখ, ছিলেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ১৭:৫৬, ২৭ মার্চ ২০২৫

ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনানে অতি পরিচিত মুখ, ছিলেন প্রাদেশিক সরকারের উপদেষ্টা

ছবি: সংগৃহীত।

দক্ষিণ চীন সাগর তীরে অবস্থিত হাইনান প্রদেশের পর্যটন শহর বোয়াও-তে চলছে চার দিনব্যাপী দ্য বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫। সম্মেলনের তৃতীয় দিনে, বৃহস্পতিবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এতে অংশ নিয়েছেন। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বিশ্বব্যাপী সুপরিচিত হলেও চীনের হাইনান প্রদেশের মানুষের কাছে তিনি আরও বেশি পরিচিত। কারণ, তিনি একসময় হাইনান প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার রাতে জানান, ‘ড. ইউনূস হাইনান প্রাদেশিক সরকারের উপদেষ্টা ছিলেন, যা আমাদের জানা ছিল না। চীনের প্রাদেশিক সরকার ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, এবং তিনি অনেক আগে থেকেই এই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘প্রফেসর ইউনূসকে হাইনান প্রদেশের সবাই চেনে। তিনি এখানে আজ প্রথমবার আসেননি। তার গ্রামীণ ব্যাংকের মডেল ও সামাজিক ব্যবসার ধারণা এখানে অনুসরণ করা হয়েছে। চীনের অনেক বিশ্ববিদ্যালয়ে তার “থ্রি জিরো ক্লাব” প্রতিষ্ঠিত হয়েছে। তার লেখা "থ্রি জিরো" এবং "ব্যাংকার টু দ্য পুওর" চীনা ভাষায় অনূদিত হয়েছে এবং ব্যাপকভাবে বিক্রি হয়েছে। এখানকার নেতাদের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ।’

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে বক্তব্য দেবেন।

এই অধিবেশনে আরও বক্তব্য রাখবেন লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সিফানডোন, চীনের স্টেট কাউন্সিলের নির্বাহী উপ-প্রধানমন্ত্রী ডিং শুয়েশিয়াং, বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন এবং এর মহাসচিব ঝাং জুন।

সায়মা ইসলাম

×