
ছবিঃ সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে আজ মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি ন্যায়বিচার পেয়েছেন, তবে মেয়র পদে শপথ গ্রহণ করা তার দলের সিদ্ধান্তের বিষয়।
তিনি বলেন, "আজকে আমরা ন্যায়বিচার পেয়েছি, এটাই আজকের মূল বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো কিনা বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করবো কিনা, সেটা সম্পূর্ণ দলীয় সিদ্ধান্ত।"
ইশরাক আরও উল্লেখ করেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে নির্বাচনের পর তিনি অভিযোগ করেন যে, নির্বাচনটি সারা দেশে এক প্রকার ডাকাতির মাধ্যমে সম্পন্ন হয়েছিল।
"মিডিয়ার ভাইয়েরা সারাদিন আমার সাথে ছিলেন এবং আমরা নির্বাচনের পূর্বে প্রচারণার সময় থেকেই বিভিন্ন বাধা-অবরোধের মুখে পড়েছিলাম। আমাদের প্রচারণাকে বাধাগ্রস্ত করা হয়েছিল, বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীদের বিনা মামলায় গ্রেফতার করা হয়েছিল, প্রচারণার মাইক ভাঙচুর করা হয়েছিল এবং পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল," বলেন তিনি।
এছাড়া, তিনি উল্লেখ করেন, "শেষদিকে গিয়ে আমার মিছিলে হামলা হয়েছিল এবং আমাদের বহু নেতাকর্মীকে মারধর করে রক্তাক্ত করা হয়েছিল।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1BG5Ew9ba6/
মারিয়া