ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

মানসিকভাবে ভেঙে পড়েছেন তামিম, মনোবিদ নিয়োগ

প্রকাশিত: ১৬:০৯, ২৭ মার্চ ২০২৫

মানসিকভাবে ভেঙে পড়েছেন তামিম, মনোবিদ নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন, তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। আজ সকাল ১১টার সময় অনুষ্ঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

হাসপাতাল থেকে জানানো হয়য়, প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার জানান, "তামিম আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তিনি খাওয়া-দাওয়া করছেন এবং সবার সাথে কথা বলছেন।োব

আজকে তামিমকে দেখে সিসিউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে রুমে স্থানান্তর করা হবে। রুমে যাওয়ার পর তাকে আরও এক বা দুই দিন পর্যবেক্ষণে রাখা হতে পারে। এরপর তিনি বাসায় চলে যেতে পারবেন।

তামিম ইকবালের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হলে চিকিৎসকরা বলেন, "তামিম সাইকোলজিক্যালি (মানসিকভাবে) এই অবস্থাকে পুরোপুরি গ্রহণ করতে পারছে না। তার এই মানসিক অবস্থা মোকাবেলা করার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করেছি। কাউন্সেলর তাকে কিভাবে এই পরিস্থিতি মানিয়ে নিতে হবে সে বিষয়ে গাইড করবে এবং তার প্রশ্ন, উদ্বেগ ও প্যানিক শোনার পর উপযুক্ত পরামর্শ দেবে।"

উল্লেখ্য, তামিম ইকবাল সম্প্রতি হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানান চিকিৎসকরা।
 

সূত্র: https://www.youtube.com/watch?v=YEjUNfD3twY

আবীর

আরো পড়ুন  

×