
ছবি: সংগৃহীত
ঈদ উপলক্ষে চলতি বছর টানা নয় দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারী দপ্তরগুলো। তবে, দেশটির অর্থনীতিতে কোনো স্থবীরতা সৃষ্টি হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, "ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয়, সেই লক্ষ্যে আমরা দফায় দফায় বৈঠক করেছি।" তিনি আরো জানান, সভায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৫০ হাজার মেট্রিক টন বাসমতি চাল সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে এবং ৭০ হাজার মেট্রিক টন সার এলএনজি কেনার অনুমতি দেয়া হয়েছে।
এছাড়া, অর্থ উপদেষ্টা জানান, ঈদ ছুটির সময়ে সরকারের বেশিরভাগ সদস্য ঢাকা থাকবেন, এবং প্রয়োজন হলে সেই সময়ে মিটিং চালিয়ে যাবেন। তিনি বলেন, "আমরা নিশ্চিত করেছি যে বন্ধের মধ্যেও যেকোনো জরুরি মিটিং হতে পারে। সচিব যদি দেশের বাইরে যানও, তবে বিদেশে থাকলেও আমাদের জুম মিটিংয়ের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "আমরা সবসময় নিশ্চিত থাকবো যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আমরা মিটিং করেছি এবং ভবিষ্যতে প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেবো।"
এই ধরনের প্রস্তুতির মাধ্যমে, অর্থ উপদেষ্টা আশা করছেন যে ঈদ ছুটির সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কোনো বিঘ্ন ঘটবে না।
সূত্র: https://www.youtube.com/watch?v=SreVpblusuc
আবীর