
ছবি: সংগৃহীত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীসহ দেশের তিনটি বিভাগীয় শহরে কনসার্ট আয়োজন করতে যাচ্ছে বিএনপি। এই আয়োজন করবে "সবার আগে বাংলাদেশ" প্ল্যাটফর্ম।
রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও সংগঠনের সভাপতি শহিদউদ্দিন চৌধুরী এ্যানি এ তথ্য জানান। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় একই দিন বিকেল ৩টা থেকে কনসার্ট শুরু হবে।
সংবাদ সম্মেলনে শহিদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে ভারত ও পাকিস্তানি সংগীতের আগ্রাসন রুখে দেওয়ার লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। 'সবার আগে বাংলাদেশ' প্ল্যাটফর্ম দেশের যেকোনো প্রয়োজনে কাজ করবে।"
তিনি আরও বলেন, "ইতিপূর্বে আমার জানামতে, একসঙ্গে সারা বাংলাদেশে এই ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়নি। এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।"
তিনি আরও জানান, "কোনোভাবেই যেন আমাদের দেশের সংস্কৃতিতে ভারতের ও পাকিস্তানি গানের প্রাধান্য না পায়, সেদিকে আমরা বিশেষভাবে নজর দিয়েছি। বাংলাদেশের ঐতিহ্য ও ইতিহাসকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমাদের লক্ষ্য ভবিষ্যতের বাংলাদেশ আরও সুন্দর ও সংস্কৃতিমূলক হবে।"
"সবার আগে বাংলাদেশ" কর্তৃপক্ষ দেশীয় সংস্কৃতিকে সমুন্নত রাখতে সবাইকে এ কনসার্টে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।
শিলা ইসলাম