
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত মুখ ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটি ১ লক্ষ ১৬ হাজারের অধিক বার দেখা হয়েছে এবং প্রায় ২ হাজার ৩০০টি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওতে নৃত্য পরিবেশনকারী নারী ফারজানা সিঁথি নন বরং এটি তানিয়া দেসাই নামের এক ভারতীয় অভিনেত্রীর ভিডিও। মূলত, তানিয়া দেসাইয়ের একটি নাচের ভিডিওতে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ফারজানা সিঁথির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে এটি নিশ্চিত যে ইন্সটাগ্রাম থেকে এই ভিডিওটি সংগ্রহ করে ডিপফেক প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে তানিয়া দেসাইয়ের মুখমণ্ডলের স্থলে ফারজানা সিঁথির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে৷
উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বিবরণী থেকে জানা যায়, নৃত্যরত ব্যক্তির নাম তানিয়া দেসাই এবং তিনি একজন ভারতীয় অভিনেত্রী। বিভিন্ন সময়ে একই পোশাক পরিহিত তার একাধিক ভিডিও তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে।
সুতরাং, ফারজানা সিঁথির নাচের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি এডিটেড বা সম্পাদিত।
ফুয়াদ