
ছবিঃ সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানকে পরস্পর বিরোধী হিসেবে আখ্যায়িত করার যে নীল চক্রান্ত চালানো হচ্ছে, তা তীব্রভাবে নিন্দা করেছে। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে একে অপরের বিপরীতে দাঁড় করানো উচিত নয়, বরং তা দেশের স্বাধীনতার সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মূল্যায়ন করা উচিত।
বিবৃতিতে আখতার হোসেন বলেন, "৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হিসেবে পরিগণিত। যখন এই ঐতিহাসিক মুহূর্তের আলো অন্ধকারে ঢাকা পড়ে, তখন ২৪ এর সৈনিকরা তাদের জীবন দিয়ে আবারো দেশের মানুষকে মুক্তি দিয়েছিল।"
তিনি আরও বলেন, "এই দুটি সংগ্রামকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর কোন যুক্তি নেই, কারণ উভয়ই দেশের স্বাধীনতা সংগ্রামের জন্য গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য অধ্যায়।" এনসিপি তীব্রভাবে এই বিভেদ সৃষ্টির চক্রান্তের বিরোধিতা করে এবং দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানায় যেন তারা ৭১ এর মুক্তিযুদ্ধ এবং ২৪ এর গণঅভ্যুত্থানকে সমানভাবে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের অংশ হিসেবে সম্মান জানায়।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/18pFiviry2/
মারিয়া