
ছবি: সংগৃহীত।
যশোরের একটি মুরগির খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু শনাক্ত হয়েছে, যা দেশের পোল্ট্রি খাতে নতুন করে শঙ্কার সৃষ্টি করেছে। ২০১৮ সালের পর বাংলাদেশে আবারও এই ভাইরাস শনাক্ত হওয়ায় খামারিরা চরম উদ্বেগে রয়েছেন।
বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দেশের পোলট্রি শিল্প ইতোমধ্যে সংকটময় পরিস্থিতির মধ্যে রয়েছে, তার ওপর বার্ড ফ্লুর প্রাদুর্ভাব নতুন করে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করছে।
বিপিএ সভাপতি মো. সুমন হাওলাদার বলেন, "বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে পোল্ট্রি শিল্পে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। অতীতেও আমরা দেখেছি, এই রোগের কারণে অনেক খামার বন্ধ হয়ে গেছে, লাখ লাখ মুরগি নিধন করতে হয়েছে এবং হাজার হাজার খামারি জীবিকা হারিয়েছেন।"
যশোরের আক্রান্ত খামারটিতে মোট ৩,৯৭৮টি মুরগির মধ্যে ১,৯০০টি মারা গেছে, আর বাকিগুলো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মেরে ফেলা হয়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, বার্ড ফ্লু সাধারণত পাখিদের মধ্যে সীমিত থাকলেও এটি স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেও সংক্রমিত হতে পারে। যদি এই ভাইরাস মানবদেহে সংক্রমিত হয়, তাহলে এটি বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
সরকারি পর্যায়ে এই সংক্রমণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা খামারিদের আরও সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় বায়োসিকিউরিটি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
নুসরাত