ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩১ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়: হাসনাত আব্দুল্লাহ

প্রকাশিত: ০৪:২৫, ২৭ মার্চ ২০২৫

আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়: হাসনাত আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত

বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, "আমাদের সবসময় সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়।"

তিনি বলেন, "গত দেড় দশক ধরে ইসলামিক শিক্ষা, বিশেষ করে মাদ্রাসাগুলোকে সবসময় দ্বিতীয় গ্রেডের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়েছে। আলেম-ওলামাদের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বঞ্চিত রাখা হয়েছে। স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তাদের ওপর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে।"

হাসনাত আব্দুল্লাহ ধর্মপ্রাণ মুসলমানদের ধৈর্যের প্রশংসা করে বলেন, "ভবিষ্যতে আমাদের আরও সতর্ক থাকতে হবে, কারণ বিভিন্নভাবে আমাদের ব্যবহার করার চেষ্টা চলতে পারে। আমরা অতীতে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছি, ভবিষ্যতেও তা বজায় রাখব। দেবীদ্বারে বিভিন্ন ধর্মের মানুষ যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী সম্প্রীতির সঙ্গে বসবাস করে এসেছে। আমরা চাই, সেই সম্প্রীতি যেন অটুট থাকে।"

সূত্রঃ https://www.youtube.com/watch?v=jLLJCGoVXac

ইমরান

×