
ছবিঃ সংগৃহীত
দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের কী সুবিধা এই নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ড. সাব্বির আহমেদ।
তিনি বলেন, আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে দূরে আছে, তবে এই নির্বাসিত অবস্থা থেকে তারা দ্রুত উত্তলন চাইছে। তবে এটা সম্ভব শুধু নির্বাচন হলেই। নির্বাচন হলে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেওয়া নিয়ে নানান রকম ক্রিয়া-প্রতিক্রিয়া হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে নাকি পারবে না সেই বিষয়টাও সামনে আসবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মূল লক্ষ্য হবে রাজনীতির মাঠে ফিরে আসা। যত দ্রুত সম্ভব তারা সেটা চেষ্টা করবে। যেন বিচারিক প্রক্রিয়া শুরু হবার আগেই তারা ফিরে আসতে পারে।
এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, আওয়ামী লীগ এই অবস্থায় যদি রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে ও কিছু আসন পেয়ে যায় সংসদে তাহলে ক্ষমতায়ও তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। তারা হয়তো ক্ষমতায় যাবে না, কিন্ত ২০-৩০টা সিট পেলেও তারা লাভবান হবে।
রিফাত