ঢাকা, বাংলাদেশ   রোববার ৩০ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ছাত্রদলের পূর্ণ শক্তির উপর ভর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়েছে: ইঞ্জিনিয়ার ইশরাক

প্রকাশিত: ০১:৫৫, ২৭ মার্চ ২০২৫; আপডেট: ০১:৫৬, ২৭ মার্চ ২০২৫

ছাত্রদলের পূর্ণ শক্তির উপর ভর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়েছে: ইঞ্জিনিয়ার ইশরাক

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ১৯৭১ এবং ২০২৪ কখনোই এক হতে পারে না। যারা এই দুই সময়কে এক করার চেষ্টা করছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাকে অসম্মান করছে।

তিনি বলেন, "আজকে নতুন একটি রাজনৈতিক দল এসেছে, তাদের অনেক অবদান আছে। আমি সবসময় তাদের পক্ষে কথা বলে আসছি এবং চাই তারা রাজনৈতিকভাবে সফল হোক। গণতান্ত্রিক ব্যবস্থায় একাধিক শক্তিশালী রাজনৈতিক দলের প্রয়োজন রয়েছে, যাতে একটি কার্যকর সংসদ প্রতিষ্ঠা করা যায়। কিন্তু ১৯৭১ আর ২০২৪ এক বলা সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং শহীদদের আত্মত্যাগের প্রতি অসম্মানজনক।"

ইশরাক হোসেন অভিযোগ করেন, "প্রথমে একটি পক্ষ দাবি করল তারা আন্দোলনে সব করেছে, অন্য কেউ কিছুই করেনি। কয়েক মাস পর তারা বয়ান দাঁড় করানোর চেষ্টা করলো যে বিএনপি নাকি মাঠেই ছিল না! অথচ, বাস্তবে ছাত্রদলের পূর্ণ শক্তির ওপর ভর করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হয়েছে, যেখানে ২৮টি ছাত্র সংগঠন অংশগ্রহণ করেছিল।"

তিনি আরও বলেন, "১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কৃতিত্ব এককভাবে দখল করতে চেয়েছিল একটি গোষ্ঠী, অথচ সম্মুখ সমরের যুদ্ধে তাদের বিশেষ কোনো ভূমিকা ছিল না। আজকেও একইভাবে কেউ যদি ভাবে যে সমস্ত কৃতিত্ব তারাই নিবে, তাহলে সেটা ভুল হবে।"

শিলা ইসলাম

×