
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের আসল ধারক-বাহক এবং সর্বোচ্চ সংখ্যক সম্মুখ সমরের মুক্তিযোদ্ধা এই দলের মধ্যেই প্রতিষ্ঠাকালীন সময় থেকে রয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় সবচেয়ে বৃহৎ ও শক্তিশালী রাজনৈতিক দল যদি কোনোটি হয়, সেটি বিএনপি।"
ইঞ্জিনিয়ার ইশরাক অভিযোগ করেন, ৫ই আগস্ট ছাত্রজনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর একটি বিশেষ মহল বাংলাদেশের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে। তারা এমনভাবে উপস্থাপন করতে চায়, যেন ২০২৪ সালের ৫ই আগস্টের আগে বাংলাদেশ বলে কোনো রাষ্ট্রই ছিল না এবং নতুন করে এর জন্ম হয়েছে।
তিনি বলেন, "অথচ বাংলাদেশ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছিল। এখন যদি কোনো গোষ্ঠী স্বাধীনতার প্রকৃত ইতিহাস মুছে ফেলতে চায়, তাহলে আমাদের বুঝতে হবে এটি তাদেরই ষড়যন্ত্র, যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং আজও এর থেকে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।"
শিলা ইসলাম