
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের বিভিন্নস্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দেশের বিভিন্নস্থানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
রাজশাহী
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছায় বরণ করা হয় এবং অতিথিরা তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে ৫৬০ বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যের হাতে সম্মাননা ও ইফতারসামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী নগর পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এবং রাজশাহী জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম।
ঝালকাঠি
জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় এই সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের নেতা আলতাফ হোসেন মোল্লা, সহিদ ইমাম পাশা ও সত্যবান সেনগুপ্ত বক্তব্য রাখেন। ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তানরা উপস্থিত ছিলেন।
আমতলী, বরগুনা
আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে বুধবার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান, কৃষি কর্মকর্তা মো. রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ জামাল হুসাইন, সমাজ সেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, শাহ আলম আকন ও গাজী দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নীলফামারী
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে ২০০ জন মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় পুলিশ সুপার আবুল ফজল মহম্মদ তারিক হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহারসামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
মাগুরা
বুধবার মাগুরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে ৩টায় মাগুরা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। একই দিন সকাল ১০টায় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উভয় অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তাসহসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
চাঁদপুর
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযোদ্ধারাই হচ্ছে আমাদের রিয়েল হিরো। পৃথিবীর বুকে এ বাংলাদেশের পরিচয় তাঁরাই এনে দিয়েছেন। রাষ্ট্রের কাছে মুক্তিযোদ্ধারা সবচাইতে সম্মানী ব্যক্তি। বুধবার দুপুরে চাঁদপুর ক্লাব মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত ও সাংবাদিক বিএম হান্নানের যৌথ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, শাহজাহান গাজী, সিরাজুল ইসলাম বরকন্দাজ, মুজিবুর রহমান ও ড. কাজী হাশেম প্রমুখ। এদিন ৩৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে বিশেষ উপহার প্রদান করেন অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথি। এ ছাড়াও শুরুতে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছাও প্রদান করা হয়।
মোরেলগঞ্জ, বাগেরহাট
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদ্যাপন করা হয়েছে। বুধবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা নব্বইরশি মুক্তিযোদ্ধা স্মৃতি বিজয় স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদদের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরে দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা, ওসি (তদন্ত) শেখ রাজিব আল রশিদ, যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান সেলিম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল গফফার, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন ফকির, বীর মুক্তিযোদ্ধা নিহার রঞ্জন হালদার প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধাদের সম্মানে উপহার সামগ্রী তুলে দেন নির্বাহী অফিসার। সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম।
এদিকে, বাগেরহাট জেলা বিএনপি নেতা ও মোরেলগঞ্জ-শরণখোলা -৪ আসনের বিএনপির সম্ভব্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেন।
বুধবার দুপুরে বিএনপি দলীয় কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্মআহ্বায়ক ফারুক হোসেন সামাদ, বিএনপি নেতা আফজাল হোসেন জোমাদ্দার, মশিউর রহামন শফিক, মতিউর রহমান বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক প্রভাষক রাসেল আল ইসলাম, উপজেলা শ্রমিক দল নেতা মাসুদ খান চুন্নু, মজনু মোল্লাসহ বিএনপি ও তার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি। এ সময় বিএসএফ বিজিবিকে শুভেচ্ছা জানায়। বুধবার বেলা সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়।
বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানান। বিজিবিকেও শুভেচ্ছা জানায় বিএসএফ। এ সময় বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট গেটের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম, বিএসএফের হিলি সিপি গেটের ইন্সপেক্টর অতুল রায়সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।