
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান গতকাল বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না।"
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সেনাবাহিনীর প্রভাবের কথা তুলে ধরে রাশেদ বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর ছিলেন। তিনি যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, এদেশ স্বাধীন হতো না।
রাশেদ বলেন,আওয়ামী লীগের কোন নেতা তো ঘোষণা দেয়নি। একজন সেনাবাহিনীর সদস্য কিন্তু ঘোষণা দিয়েছে। তার মানে সেনা কর্মকর্তা। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ সেখানে সেনাবাহিনীর ভূমিকা না থাকলে দেশ স্বাধীন হতো না। আমরা পাকিস্তান থেকে যেতাম।"
রাশেদ খান আরো বলেন, "৯০-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানে জেনারেল নুরুদ্দিন বলেছিল যে, সরি এরশাদ সাহেব। আমি আপনাকে সমর্থন দিতে পারবো না।"
তার মানে ৯০-এও সেনাবাহিনীর কারণে কিন্তু গণঅভ্যুত্থান সফল হয়েছে। সর্বশেষ ২৪-এও সেনাবাহিনীর কারণে গণঅভ্যুত্থান সফল হয়েছে।
"সেনাবাহিনীর বন্দুকের নল যখন আওয়ামী লীগের দিকে তাক করেছে। ফ্যাসিস্ট পুলিশ হায়নাদের দিকে তাক করেছে, তখনই শুধুমাত্র গণঅভ্যুত্থান সফল হয়েছে।"
এখন একটি চক্রান্তকারী মহল আজকে সরকারের সাথে সেনাবাহিনীর, জনগণের সাথে সেনাবাহিনীর, এক ধরনের সম্পর্ক বিনষ্টের পায়তারা করছে। আমি দেশের জনগণকে বলবো, দেশের সচেতন নাগরিক, আইনজীবী সমাজ, সাংবাদিক সমাজকে বলব, আপনারা কোনভাবেই বিভ্রান্তির ফাঁদে পা দিবেন না।
সূত্র:https://tinyurl.com/ynfeapbw
আফরোজা