ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীকে আশ্বস্ত করে যা বলেছেন রাশেদ খান

প্রকাশিত: ০০:১৪, ২৭ মার্চ ২০২৫

সেনাবাহিনীকে আশ্বস্ত করে যা বলেছেন রাশেদ খান

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে মুখোমুখি দাঁড় করানোর যে চক্রান্ত করা হয়েছে, আমরা সেই সুযোগ সফল হতে দিব না।

বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

তিনি বলেন, "আমরা সেনাবাহিনীকে আশ্বস্ত করতে চাই, আপনারা এদেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যান, গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে।"

রাশেদ খান বলেন, "সেনাবাহিনীর বিরুদ্ধে এদেশের জনগণকে কোনভাবেই মুখোমুখি দাঁড় করানোর চক্রান্ত করেছে। আমরাও সেই সুযোগ হতে দিব না। আমরা সেনাবাহিনীকে আশ্বস্ত করতে চাই, আপনারা এদেশের স্বাধীনতা রক্ষার জন্য কাজ করে যান, গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি আপনাদের পাশে রয়েছে।"

তবে, তিনি সেনাবাহিনীর মধ্যেও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, "হাসিনা প্রত্যেকটা বাহিনীকে কলুষিত করার, বিতর্কিত করার চেষ্টা করেছিল। সুতরাং, আমি মনে করি, প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করা দরকার।"

তিনি আরও বলেন, "এবং এর মাধ্যমে ২০১৮ সালে, ২০২৪ সালে সেনাবাহিনীকে যতটুকু হাসিনা বিতর্কিত করেছিল, একটি সংস্কার কমিশন গঠন করার মাধ্যমে সেই বিতর্ককে দূরে রাখতে হবে।"
শেষে রাশেদ খান বলেন, "সেনাবাহিনী নতুন উদ্যমে এদেশের জনগণের কল্যাণে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে, সেই আশাবাদ ব্যক্ত করছি।"

 

সূত্র:https://tinyurl.com/5aeynhsf

আফরোজা

×