
ছবি: সংগৃহীত
জামালপুরের ইসলামপুরে মোস্তফা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট -এর পরিচালক ইঞ্জিনিয়ার আলমগীর কবিরকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ এক ঘোষণায় বলেন, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আলমগীর কবীরের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অনিয়মের প্রমাণ মিলেছে। প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হলো।
অপপ্রশিক্ষণ ও প্রতারণা: ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ল্যাপটপ/ডেস্কটপ কেনার চাপ দেওয়া।
অসৌজন্যমূলক আচরণ: পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ভাষা ও হুমকির অভিযোগ।
পক্ষপাতিত্ব: কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ, যা প্রতিষ্ঠানের পরিবেশে বিভেদ সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠানের সম্ভাব্য ক্ষতি:
<> সুনাম হ্রাস: অভিযোগের কারণে স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে।
<> শিক্ষার্থী কমে যাওয়া: ভবিষ্যতে ভর্তিচ্ছুদের মধ্যে আস্থার সংকট দেখা দিতে পারে।
<> আর্থিক প্রভাব: তদন্ত ও সংশোধনমূলক ব্যবস্থার খরচ বাড়তে পারে।
মোস্তফা আল মাহমুদ বলেন, "আমরা এই ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়েছি। আলমগীর কবীরের স্থলে শীঘ্রই একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষার্থীদের আস্থা ফিরে পেতে অতীতের ভুলগুলো শুধরে নেওয়া হবে।"
যে কয়েকটি পদক্ষেপ নিয়েছেন ইনস্টিটিউট
<> একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
<> ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।
<> ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মানোন্নয়নে বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জনসাধারণের কাছে অনুরোধ করা হয়েছে, "এ ঘটনাকে ভিত্তিহীন গুজব হিসেবে না দেখে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে। আমাদের লক্ষ্য এখনও ইসলামপুরের যুবকদের জন্য মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা।"
সৈয়দ এনামুর রকিব/মেহেদী হাসান