ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর-পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবোই: আমান আযমী

প্রকাশিত: ২২:২৭, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২২:৫২, ২৬ মার্চ ২০২৫

চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে উত্তর-পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবোই: আমান আযমী

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী আজ বুধবার এক ফেসবুক পোস্টে ‘চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে ঊত্তর-পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবোই’ বলে উল্লেখ করেন।

তিনি লিখেন, “আমরা তোমাদের ভিক্ষা দিয়েছি গত পনেরো বছর। সত্যি বলছি, তোমাদের বৈদেশিক মুদ্রার শ্রেষ্ঠ যোগানদাতা বাংলাদেশ, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র। দিল্লীতে খোঁজ নিয়ে দেখো। বিশ্বাস করছো না, ইচ্ছা করে কিন্তু আমরা সবাই সত্যটা জানি। তোমায় মিথ্যা বলে কি লাভ বল!”

“তুমি আমাকে কথা বলার অধিকার কেড়ে নিলে! আমি জানি আমার সত্য কথন তোমার ভালো লাগবে না। কিন্তু একদিন তোমার বোধোদয় হবে।”

তিনি আরো লেখেন, “কলকাতায় কত মানুষ না খেয়ে মরছে। কারণ আমাদের ক্রেতারা আর যেতে পারছে না। ওদের জন্য আমাদের অনেক কলকাতা প্রেমিক টাকা পাঠাতে চায়। আমরা চীনের কাছ থেকে সামরিক সহযোগিতা নিয়ে ঊত্তর-পূর্বের ভারতীয় দখলকৃত অংশ মুক্ত করবোই।”

“মনিপুর, মিজোরাম, ও আশেপাশে আগুন জ্বলছে। ভারত ভেঙে যাবে। কারণ তোমরা নিজেদেরই ঠকাও। মানুষের অধিকার কেড়ে নাও। তোমরা বর্ণবাদী। কিছুদিন আগে তোমাদের বিএসএফ দু'টা বাচ্চাকে গুলি করে মেরেছে। ওরা হিন্দু ভাই-বোন ছিল। ওদের বাবা-মা সীমান্তেই থাকে। খোঁজ নিয়ে দেখতে পারো।”

তিনি মন্তব্য করেন, “আমরা তো অমন করি না। এখন যদি চীনাদের ডেকে আনি? ওরা মুখিয়ে আছে, এদেশে আসতে। তিস্তার বাঁধের অগ্রিম কাজ শুরু করে দিয়েছে। আমাদের হিন্দুরা আমাদেরই লোক। তারা এদেশকেই ভালোবাসে। তোমাদের মনোভাব ওরা বুঝতে শিখেছে। আমরা ওদের আগলে রাখবো।”

পোস্টের শেষে মন্তব্য করে বলেন, “বাংলাদেশে বসবাসরত সকল ধর্ম, বর্ণ, গোত্রের অধিবাসী আমাদের ভাই-বোন। আমরা সবাইকে ভালোবাসি।”   

আফরোজা

×