
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করা সম্ভব হয়েছে।
বুধবার (২৬ মার্চ) দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত ইফতার মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে ইসলামী শিক্ষাকে দ্বিতীয় স্তরে রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় দশক ধরে আমাদের মাদরাসাগুলোর ইসলামিক পড়াশোনাকে দ্বিতীয় গ্রেড হিসেবে বিবেচনা করা হয়েছে। আলেম-ওলামাদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তারা, যা জাতীয় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত বিস্তৃত।”
তিনি আরো বলেন, ‘আমরা আপনাদের প্রতিশ্রুতি দিতে চাই, ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে তৈরি করতে পেরেছি। দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, ষড়যন্ত্র অব্যাহত থাকার পরও আমরা ধর্মীয় যে লোকগুলো রয়েছি তারা ধৈর্যের পরিচয় দিয়েছি। সাম্প্রদায়িক উসকানি আমাদের সব সময় আমাদের দেওয়া হয়েছে, সাম্প্রদায়িক উসকানিতে আমাদের সিলেটের এক ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আশিক