
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর নেতৃস্থানীয় মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাজনীতিবিদরা বক্তৃতার সময় বলে থাকেন, "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়", কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যায়।
তিনি বলেন, "আমাদের কাজের মধ্যে প্রমাণ মেলে যে, দেশের চেয়ে দল বড়, আর দলের চেয়ে ব্যক্তি বড়! আজ আওয়ামী লীগই পুরোনো ইস্যু টেনে এনে আলেম-ওলামাদের কারাগারে পাঠিয়েছে, ফাঁসি কার্যকর করেছে এবং জঙ্গি তকমা দিয়েছে। যখনই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলি, তখন আমাদের জঙ্গি বলা হয়।"
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমরা পরিষ্কারভাবে বলতে চাই জামাতে ইসলামী কখনো কোনো নির্বাচনের তারিখ বা সময় নির্ধারণ করেনি। আমরা বলেছি, এই সরকারের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন হতে হবে। অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হলেই আমরা অংশগ্রহণ করব।"
তিনি আরও বলেন, "নির্বাচনের সময় নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু যদি আবার ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো নির্বাচন হয়, তাহলে সময় নির্ধারণ করেও কোনো লাভ হবে না।"
শিলা ইসলাম