ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

দেশে আর দুর্বৃত্তায়ন দেখেতে চায় না তরুণ প্রজন্ম

প্রকাশিত: ২১:৪৭, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২২:২৯, ২৬ মার্চ ২০২৫

দেশে আর দুর্বৃত্তায়ন দেখেতে চায় না তরুণ প্রজন্ম

ছবি: সংগৃহীত

বাঙালি জাতির গুরত্বপূর্ণ দিন স্বাধীনতা ‍দিবস। এদিনে যেন সব পথ এসে ‍মিশে যায় স্মৃতির মিনারে। ১৯৭১- সালের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সাধারণ জনতার।

এসময় রাজনীতি, অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও মৌলিক অধিকার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান সাধারণ মানুষ। তারা বলেন, জনগণকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪ এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা বাস্তবায়নের লক্ষ্য পূরণ করতে হবে।

এছাড়াও অনেকে মনে করেন যে, স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থাকে কখনই প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়নি। তারা মৌলিক চাহিদাগুলো পূরণসহ নারী ও শিশুর সুরক্ষার দাবি রাখেন রাষ্ট্রের কাছে।

সব প্রতিকূলতার বাধাকে পিছনে ফেলে, রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সব রাজনৈতিক দলগুলোকে বিভাজন ভুলে ঐক্যবদ্ধ হবার পরামর্শ তরুণদের। তরুণেরা মনে করেন যে, ২৪ এর গণঅভ্যুত্থানের পর কোন রাজনৈতিক দলের জন্য যেন আর কোন মায়ের বুক খালি না হয় ।

শ্রমিকের মজুরি নিশ্চিত করা, মানুষের যথাযোগ্য মূল্যায়ন করা ছাড়াও গণঅভ্যুত্থানের অঙ্গীকারকে কাজে লাগিয়ে সমৃদ্ধ একটি দেশ গড়ায় প্রত্যয় শিক্ষাবিদ থেকে শুরু করে তরুণ প্রজন্মের।

 

মেহেদী হাসান

×