
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবিঃ সংগৃহীত
এ বছর স্বাধীনতা দিবসকে ঘিরে আগ্রহ-উদ্দীপনা কমে যাওয়া এবং একাত্তরের স্বাধীনতার সাথে চব্বিশের স্বাধীনতার তুলনা প্রসঙ্গে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, ‘স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আবার নতুন করে ফিরে পেয়েছি ২০২৪ এর ৫ আগস্টের পরে। আমি স্বাধীনতার একাত্তরের যে বীর শহীদ যারা নিজেদের প্রাণের বিনিময়ে বিজয় এনে দিয়েছিলেন তাদের স্মরণ করছি। তাদের পরিবারের যারা এখনও বেঁচে আছেন তাদের সমবেদনা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’
মির্জা আব্বাস বলেন, ‘আজকের স্বাধীনতা প্রমাণ করবে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়৷ সুতরাং আমি বলবো এই স্বাধীনতা দিবসকে তারা যেন সম্মান জানায়। এই স্বাধীনতাকে আমরা যেন ধরে রাখতে পারি, আর আমাদের পরবর্তী প্রজন্ম যাতে স্বাধীনতা দিবস ধরে রাখতে পারে আল্লাহর কাছে সেই দোয়া করি।’
মুমু