ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

দেশের সব কালাকানুন বাতিল করতে হবে: আবুল কালাম আজাদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শিবচর

প্রকাশিত: ২১:০৩, ২৬ মার্চ ২০২৫

দেশের সব কালাকানুন বাতিল করতে হবে: আবুল কালাম আজাদ

ছবি: শিবচরে ইফতার ও দোয়া মাহফিল

তাঁতিদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ বলেছেন, দেশের সব কালাকানুন বাতিল করতে হবে। বিদেশের সাথে বাংলাদেশের ক্ষতিকারক সব চুক্তিও বাতিল করতে হবে। তা না হলে দেশের মানুষ অচিরেই আন্দোলন সংগ্রাম করে এই দাবি আদায় করতে বাধ্য হবে।

বুধবার মাদারীপুরের শিবচরে নন্দ কুমার মডেল ইনস্টিটিউট-এ এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তাঁতিদলের কেন্দ্রীয় এই নেতা আরো বলেন, দেশের মানুষের উপকার হয়, এমন কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান। দল ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের নাম ভাঙ্গিয়ে কেউ কোন অন্যায় কাজ করলে তার দায়ভার তাকেই নিতে হবে।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন তাঁতিদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এমএ হান্নান মিয়া, শিবচর উপজেলা যুবদলের সভাপতি বাকাউল করিম খান, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ন মহাসচিব এএইচএম সায়েদুজ্জামান, মাদারীপুর জেলা শাখার সভাপতি আবু বকর মিয়াসহ অনেকেই।
 

শিলা ইসলাম

×