
ছবিঃ সংগৃহীত
বিএনপি নেতা নাসির উদ্দিন নাসির ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২৪-এর গণ-অভ্যুত্থান বিষয়ে কথা বলেন। তিনি বলেন, "আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের সম্পত্তি বানিয়ে একপেশে ইতিহাস রচনা করেছে এবং ২৪-এর গণ-অভ্যুত্থানকে একটি পক্ষ ডাকাতি করার চেষ্টা হিসেবে উপস্থাপন করছে। তাদের এই প্রচেষ্টা জনগণের প্রকৃত ইতিহাস বিকৃত করার জন্য।"
নাসির উদ্দিন নাসির আরও বলেন, "গত সাড়ে ১৫ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা দেখেছেন, যখনই তারা মেজর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যেতে চেয়েছেন, তখন গণমাধ্যম কর্মীরাও সাক্ষী, তাদের প্রতি বাধা প্রদান করা হয়েছে। তাদের ৫ বা ১০ জনের বেশি যেতে বাধা দেওয়া হয়েছে, সংকুচিত করা হয়েছে, যা এক ধরনের স্বৈরাচারী মনোভাবেরই পরিচায়ক।"
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1NuCxjGcFf/
মারিয়া