ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

ঈদে ট্রেন যাত্রা হবে আনন্দময়! শাটল ট্রেন সার্ভিস, ভাড়াও কম, থাকবে একই টিকিটে বাসসার্ভিসও: পিনাকী

প্রকাশিত: ২০:৩৩, ২৬ মার্চ ২০২৫; আপডেট: ২০:৪১, ২৬ মার্চ ২০২৫

ঈদে ট্রেন যাত্রা হবে আনন্দময়! শাটল ট্রেন সার্ভিস, ভাড়াও কম, থাকবে একই টিকিটে বাসসার্ভিসও: পিনাকী

ছবিঃ সংগৃহীত

ঈদে বাড়ি যাওয়ার যাত্রার সমস্যা সমাধানে একটি প্রস্তাবিত কার্যকরী পরিকল্পনা নিয়ে আলোচনায় অংশ নিয়েছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, “আমি সরকারকে প্রাকটিক্যাল সল্যুশন বাস্তবায়নে উদ্বুদ্ধ করি এবং সরকারের প্রয়োজনে আমার সম্পূর্ণ সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “আমার কাজের মধ্যে কিছু সাজেশন প্রকাশ্যে এবং কিছু ব্যক্তিগতভাবে প্রদান করেছি, যার অনেকগুলো ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং জনগণ তার দৃশ্যমান প্রভাব দেখতে পাচ্ছে।”

পিনাকী ভট্টাচার্য আরও বলেন, “এছাড়া, আমি দেশের উন্নতি এবং মানুষের কল্যাণে কাজ করছি। সরকারের সাথে আমার কোনো প্রত্যাশা নেই, শুধুমাত্র দেশের ভালো হতে হবে।” তার মতে, ঈদে বাড়ি যাওয়ার বিষয়টি আমাদের জাতীয় জীবনের আনন্দের মুহূর্ত হলেও, যাত্রার ব্যবস্থাপনা সঠিক না হওয়ায় তা অনেক সময় বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে, টিকিট না পাওয়া বা পাওয়া গেলে অত্যধিক দাম হওয়া একটি বড় সমস্যা।

ঈদে বাড়ি যাওয়ার সমস্যার সমাধানে প্রস্তাবিত প্রাকটিক্যাল সল্যুশন হিসেবে পিনাকী ভট্টাচার্য রেলপথ ব্যবহারের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “আমি রেলের ডিজি এবং রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেছি। ২০২৩ সালের একটি সমীক্ষায় দেখা গেছে, ঈদের আগে ৪ দিনে ১ কোটি ২০ লাখ মানুষ ঢাকা ছাড়েন, এবং ঈদের সময় প্রতিদিন গড়ে ৩০ লাখ মানুষ বাড়ি যান, তবে বর্তমানে ঢাকা-কেন্দ্রিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে একদিনে সর্বোচ্চ ২২ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব।”

তিনি আরও জানান, ঈদে যাত্রীদের জন্য পরিকল্পনা অনুযায়ী, ঢাকা-চট্টগ্রাম রুটে আন্তঃনগর ট্রেন ব্যবহার করে যাত্রীদের যাত্রা সুগম করা যাবে। বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক ট্রেনের মাধ্যমে যাত্রীরা ৬-৭ ঘণ্টায় পৌঁছান, তবে ঈদে এই সংখ্যা বৃদ্ধি করতে ট্রেনের সংখ্যাও বাড়ানো হবে।

পিনাকী ভট্টাচার্য পরিকল্পনা সম্পর্কে আরও বলেন, “আমরা যাত্রীদের দুটি গ্রুপে ভাগ করে তাদের সুবিধামত ট্রান্সপোর্ট সেবা প্রদান করতে চাই। প্রথম গ্রুপে সিনিয়র সিটিজেন, মহিলা, শিশু ও পরিবারকে দেয়া হবে, যারা আগে টিকিট পাবেন এবং আন্তঃনগর ট্রেনের মাধ্যমে যাত্রা করবেন। দ্বিতীয় গ্রুপে তরুণ, ছাত্র এবং কম বয়সী যাত্রীদের জন্য শাটল সার্ভিস চালু করা হবে, যা দুইবার ট্রেন বদল করে চট্টগ্রাম পৌঁছাবে।”

এছাড়া, পিনাকী ভট্টাচার্য আরও জানান যে, শাটল সার্ভিসের জন্য প্রতিটি ট্রেন স্টপেজে বাস সার্ভিস চালু থাকবে, যা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিবে।

এই পরিকল্পনার মাধ্যমে প্রতিদিন ৬ হাজার যাত্রীকে চট্টগ্রাম পৌঁছানোর সুবিধা পাওয়া যাবে, এবং যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া হবে আন্তঃনগর ট্রেনের ভাড়ার অর্ধেক। প্রতিটা রুটেই চালু করা যাবে এ ব্যবস্থা।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1Cp8RSm6L7/

মারিয়া

×