ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

প্রকাশিত: ২০:২৬, ২৬ মার্চ ২০২৫

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নবাগত ইউএনও জাকিয়া সুলতানার সাথে জেলায় কর্মরত সাংবাদিকের মতবিনিময় সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় ইফতার মাহফিলে উপজেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক উন্নয়নের বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়। সময় সাংবাদিক নেতারা উপজেলার সমস্যা সম্ভাবনা নিয়ে বক্তব্য প্রদান করেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন , সরকারের নির্দেশনাগুলো যেভাবে আসবে, ওইসব কাজগুলো গুরুত্ব দিয়ে করা হবে। উপজেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে কাজ করা হবে। পূর্বের ইউএনও কে যেভাবে সহযোগিতা করেছেনসেভাবে সহযোগিতার প্রত্যাশা করেন। এসময় কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক, যমুনা টেলিভিশনের লালমনিরহাট প্রতিনিধি আনিছুর রহমান লাডলা,খোলাকাগজ প্রতিনিধি তিতাস আলম,জনকণ্ঠ নিজস্ব সংবাদদাতা মাহফুজ রহমান,কালবেলা প্রতিনিধি নুরুল ফেরদৌস,নয়াদিগন্ত প্রতিনিধি সাব্বির আহমেদ লাভলুসহ জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা টেলিভিশনের সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

 

 

মাহফুজার রহমান/মেহেদী হাসান

×